সেবা ডেস্ক:
সারিয়াকান্দি (বগুড়া) থেকেঃ বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক উন্নয়ন ও সংস্কারের কাজ শুরুর প্রায় ১ বছর পেরিয়ে গেলেও জলাবদ্ধতা নির্মুল হয়নি সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের। এই সড়কের ড্রেনের স্লাব ভাঙা সহ কাদা পানির মেল বন্ধনে এক ভিন্ন সমস্যার রুপ নিয়েছে রাস্তাটিতে। চলাচলের অনুপযোগী হওয়ায় রিতিমত এই সড়কটিকে এড়িয়ে চলতে শুরু করেছেন বেশ কয়েকটি এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, সড়কটির মাঝেমধ্যে খানাখন্দে ভড়ে যাওয়ায় যানচলাচল সহ পায়ে হেঁটে চলাচলেও বেশ মুশকিল হয়ে দাড়িয়েছে। ফলে প্রতিনিয়ত অন্য সড়ক দিয়ে ঘুড়ে চলাফেরা করতে হচ্ছে যাতায়াতকারী মানুষদের।
শিক্ষার্থীরা দাবি করে সড়কটি দীর্ঘদিন ধরে যানচলাচলের অনুপোযী হয়ে পড়ে রয়েছে। আমাদের মাঝেমধ্যই নানা সমস্যার শিকার হতে হচ্ছে। যেন এটি আমাদের সহ সাধারণ মানুষদের এক চিন্তার কারণ হয়ে দারিয়েছে এই সড়কটি। স্থানীয়রা আরও জানায় সড়ক সংস্কারে দীর্ঘদিন অতিবাহিত হলেও তরিত কোন ব্যাবস্থা নেয়নি কর্তৃপক্ষ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।