
জামালপুর প্রতিনিধি: আজ সোমবার জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে গাঁজা সেবন রত অবস্থায় এক মাদকাসক্তকে আটক করে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মিলন ঋষি (২৪) নামে এক মাদকাসক্তকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী। মিলন ঋষি জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়া এলাকার মৃত বাহাদুর ঋষির ছেলে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।