
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক ইসলামপুর শাখা উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার বিকালে এই ওয়ার্কসপের আয়োজন করা হয়। আয়োজিত ওয়ার্কশপে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে জাল নোটের বিভিন্ন বিবরণ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সোনালী ব্যাংক ইসলামপুর শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের সহকারী পরিচালক আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে সোনালী ব্যাংক পিন্সিপাল অফিস জামালপুরের এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহজাহান, ইসলামপুর সোনালী ব্যাংক শাখার অফিসার জাহাঙ্গীর আলম চান বক্তব্য রাখেন। বক্তারা জাল নোটের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ব্যবসায়ী,জনপ্রতিনিধি,সুধীজনরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।