
গাইবান্ধা জেলা প্রতিনিধি: র্যাবের মাদক বিরোধী অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর থেকে গ্রামীন ফোনে চাকুরীর আড়ালে সক্রিয় ইয়াবা ব্যবসায়ী শিহাব কে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।
চলমান অভিযানের ধারাবাহিকতায় র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে আজ ৯ এপ্রিল মঙ্গলবার বিকাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী (১)মোঃ সিহাব ইসলাম ওরফে রিজভী(২৭) কে গ্রেফতার পুর্বক তার নিকট থেকে নিষিদ্ধ মাদক ৭০ পিস ইয়াবা ,মাদক বিক্রির ৮৬০০/-টাকা,ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি জংসেন ১০০ সিসি মোটর সাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী সিহাব ওরফে রিজভী গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া দূর্গাপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সে একজন সুচতুর মাদক ব্যবসায়ী। এছাড়াও সে গোবিন্দগঞ্জে গ্রামীন ফোন মোবাইল কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকুরী করে এবং চাকুরীর আড়ালে অবৈধ ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসা করে থাকে।
সে ইতিপুর্বেও ইয়াবাসহ গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেল খেটেছিল এবং জামিনে ছাড়া পেয়ে পুনরায় এ ব্যবসা শুরু করে।
এ ব্যপারে তার বিরুদ্ধে জিআর মামলা নং ৭২৯/১৭(গোবিন্দগঞ্জ), গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৪০, তারিখ ২৫/১২/২০১৭, ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ) বর্তমানে কোর্টে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি-৩ এ এসপি মোহাঃ হাবিবুর রহমান।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।