
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ মাটির রাস্তায় ট্রাক্টর চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ১০ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় নিষেধাজ্ঞা জারির এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আমিনুর রহমান।
আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা সূত্রে জানা যায়, বিভিন্ন গ্রামীণ কাঁচা রাস্তায় ট্র্যাফে ট্রাক্টরের পিছনে বগি লাগিয়ে মালামাল পরিবহন করা হচ্ছে। এতে রাস্তাগুলো চলতি বর্ষা মৌসুমে বেহাল হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত রাস্তায় মানুষের হাঁটাচলায় দারুণভাবে দুষ্কর হয়ে পড়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।