
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বাজারে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ব্যাংক এশিয়া লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী বলেন, কৃষি লোনের সুদ নির্দিষ্ট করে ৭ থেকে ৮ পারসেন্ট করতে হবে। এ ব্যাপারে কঠোর হতে হবে ব্যাংকিংখাতকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাংকের সুদ কমানোর জন্যও বারবার তাগিদ দিচ্ছেন।
উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া লিঃ হেড অফ এজেন্ট ব্যাংকিং এর ভাইস চেয়ারম্যান আহ্সান উল আলম, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ধনবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ধনবাড়ী পল্লী বিদ্যুত জোনাল অফিসের এজিএম শাহিনুর রহমান, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আল-ফরিদ, ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু, ধনবাড়ী মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন প্রমূখ।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।