
এবার সংসারের ইতি টানলেন গ্র্যামিজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। সম্প্রতি স্বামী সাইমন কানেকসির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন গ্র্যামিজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। বিচ্ছেদের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন গায়িকা অ্যাডেলের মুখপাত্র।
এক বিবৃতিতে অ্যাডেলের মুখপাত্র বেনি তারানতিনি বলেছেন, অ্যাডেলে ও তার সঙ্গীর ছাড়াছাড়ি হয়েছে। তারা দুজন মিলে যত্ন সহকারে তাদের ছেলেকে বড় করবেন। তারা সবসময় গোপনীয়তা বজায় রাখতে চান। এরপর আর কোনো বক্তব্য দেয়া হবে না।
বিবিসি জানায়, দুনিয়াজুড়ে সংগীতাঙ্গনের পরিচিত মুখ অ্যাডেল। তবে কি কারণে ছাড়াছাড়ি হলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ দম্পতি। শুধু এতটুকুই জানিয়েছেন, একা থাকতে চান তারা। এর বেশি কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন দুজনেই। অ্যাঞ্জেলো নামে সাত বছরের এক ছেলে রয়েছে তাদের।
২০১৬ সালে চুপিসারেই বিয়ে সেরেছিলেন অ্যাডেল। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেম ছিল। সাইমন কানেকসি একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাদের বিয়ের বিষয়টি সবাই জানতে পারে ২০১৭ সালে।
গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে এসে স্বামীকে ধন্যবাদ জানিয়েছিলেন অ্যাডেল। সেদিন সবার চোখ কপালে ওঠে! মূলত, সেদিনই সংগীতাঙ্গনের সবাই জানতে পারেন, অ্যাডেল বিয়ে করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।