
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে বোহাইল উচ্চবিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার দুপুরে শিক্ষার্থীরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে কেষ্টিয়ার চর নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে পূর্বে অনুষ্ঠিত একটি ফুটবল খেলার জের ধরে বিদ্যালয়ের ১০ম শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে বাকবিতন্ডা হয়।
রবিবার দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় হামলার ঘটনা ঘটে। এতে ১৪ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলো ১০ম শ্রেণির ছাত্র রাহিম হাসান, শাহারিয়া শিলু, সিহাব হাসান, শুকতারা আকতার, ৯ম শ্রেণির ছাত্রী শারমিন আকতার, রফিকুল ইসলাম, মেহেদি হাসান, ৮ম শ্রেণির ছাত্রী সাম্মি আকতার, ফেরদৌস আলম, শিপন মিয়া, স্বপন মিয়া, বেলী আকতার, মুন্নি আকতার ও সুমনা আকতার। এঘটনায় রাতে থানায় অভিযোগ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।