
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। আলহাজ এমএ গফুর স্মৃতি সংসদ এর আয়োজন করে।
এ উপলক্ষে ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক-দানবীর আলহাজ হাসান মাহমুদ রাজা মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংসদের সভাপতি গাজী রাশেদুজ্জামান মশিউরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা-শিল্পপতি শাহ আলম, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর ফজলে এলাহী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাজ উদ্দিন, উপাধ্যক্ষ মাও. নূরুল ইসলাম, প্রবীন আ’লীগ নেতা আলহাজ রুস্তম আলী ঠিকাদার, মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, বালুআটা এমএ. রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সংসদের সাধারণ সম্পাদক হাতেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী প্রতিটি শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। সবশেষে প্রয়াত আলহাজ এমএ গফুর মন্ডলের বিদেহী মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।