
এনায়েতপুর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি গাজী দিলীর আহমেদ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী গত ক’বছর ধরে দলীয় কোন্দল সৃষ্টির পাশাপাশি নানা অনিয়ম করে আসছিলেন। সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে কাজ না করে কৌশলে নৌকার পক্ষে কাজ করেন।
এ বিষয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণস্বাক্ষর দিয়ে কেন্দ্র ও জেলা বিএনপির কাছে সংশ্লিষ্টতার ছবি সহ অভিযোগ দায়ের করে। যার তদন্ত শেষে। লিয়াকত আলীকে দলের ৫ এর গ ধারা মোতাবেক বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সংক্রান্ত তার স্বাক্ষরিত একটি চিঠি গত ২৪শে মার্চ তাকে বরাবার প্রেরণ করে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।