দেওয়ানগঞ্জে নৌ-থানার উদ্ধোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

S M Ashraful Azom
0

দেওয়ানগঞ্জে নৌ-থানার উদ্ধোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সেবা ডেস্ক: আজ ৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল জামালপুরের দেওয়ানগঞ্জে চিকাজানী ইউনিয়নের বাহাদুরাবাদ ঘাটে নবনির্মিত নৌ-থানার তিন তলা বিশিষ্ট ভবন উদ্বোধন উদ্বোধন করেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি সফল করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে আজ ২.৩০টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মুখলেসুর রহমান।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top