
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) বাস্তবায়নে উজ্জীবিত কিশোরী ক্লাবের আলোর কারখানা পাঠাগারে আসবাবপত্রসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে টিএমএসএস ধুনট শাখা কার্যালয়ে পুর্ব ভরনশাহী, মাঠপাড়া, চৌকিবাড়ি ও বেলকুচি গ্রামের উজ্জীবিত কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, টিএমএসএস ধুনট অঞ্চল প্রধান আফজাল হোসেন, শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ ও প্রোগ্রাম কর্মকর্তা (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি প্রমুখ।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।