
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, সাংবাদিক রফিকুল আলম, মাসুদ রানা, রেজাউল হক মিন্টু, আমিনুল ইসলাম শ্রাবণ, ইমরান হোসেন ইমন, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, কারিমুল হাসান, ইমরুল কায়েস ঝিনুক ও মনিরুজ্জামান প্রমুখ।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের ৫ বছর মেয়াদের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।