অবশেষে কোহিনুরের মৃত্যু কাঁন্না থামেনি শিশু লিজার

S M Ashraful Azom
0
অবশেষে কোহিনুরের মৃত্যু কাঁন্না থামেনি শিশু লিজার
রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ভাসুরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগম (৩০) অবশেষে মারা গেছে। প্রায় ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে পরাজিত হয়েছে ৩ সন্তানের জননী। গত ২১ এপ্রিল রোববার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩নং ওয়ার্ডের ২নং বেডে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্য ঘটে।

কোহিনুরের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোক আহাজারি দেখা যায়। মৃত কোহিনুরের শিশু কন্যা লিজার কাঁন্নায় যেন আকাশ ভারি হয়ে উঠে। অন্যদিকে সৌদীতে থাকা স্বামী আরিফুল ইসলাম বাকরুদ্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন।

জানা যায়, উপজেলার পৌর ১১নং ওয়ার্ডের ভাটনীখোলা বেপারী বাড়ির আঃ খালেকের পুত্র জহির মৃত কোহিনুরের সম্পর্কিয় ভাসুর। ঘটনার ২ বছর পূর্বে ২য় বার বিদেশ গিয়ে কিছু দিন পরই ফেরত আসে জহির। জহিরের স্ত্রী লাকী (২৬) ধার দেনা প্রবাসে পাঠায় তাকে। দেনা পরিশোধ না করে দেশে ফিরলে তাকে তালাক দিবে বলে আগেই হুমকি দেয় লাকী। তবুও জহির দেশে ফিরে আসে। এ ঘটনায় লাকি জহিরের সাথে সংসার জীবনের ইতি টেনে বাবা বাড়ি চলে যায়।

এক বছর পর কোহিনুরের ভাই সালে আহমদের সাথে পারিবারিক ভাবে লাকির বিয়ে হয়। এতে জহির ক্ষিপ্ত হয়ে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ২ টায় ঘরে সিঁদ কেটে প্রবেশ করে কোহিনুরকে মারাত্মক ছুরিকাহত করে। ওই সময় কোহিনুরের কন্যা মুক্তা (১১) জহিরকে দেখে ফেলায় তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলার উয়ারুক মেডিল্যাব হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা নেয়ার পরামর্শ দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় কোহিনুরের দেবর হাবীব উল্যাহ বাদী হয়ে শাহরাস্তি থানায় ৫ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। যার নং ১৮/১৯ তাং ১৯/০৪/২০১৯ইং। ওই মামলায় পুলিশ জহিরের পিতা আবদুল খালেক, মা আমিরের নেছা ও ছোট ভাই নূর হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করে।

প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগমের মৃত্যুর সংবাদে চাঁদপুর-৫ আসনের  (হাজিগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, এ ঘটনায় মামলা হওয়ার পরপরই ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top