
সেবা ডেস্ক: ব্রুনাইয়ে সফররত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটিতে শ্রমবাজার বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্রুনাইয়ে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
২১ এপ্রিল রোববার শেখ হাসিনাকে দেয়া এক সংবর্ধনায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এ পরামর্শ দেয়া হয়। ব্রুনাইয়ে তিন দিনের সফরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি।
সাড়ে চার লাখ মানুষের ছোট দেশ ব্রুনাই। বোর্নিও দ্বীপের উত্তর-পূর্বাংশের এ দেশটি অর্থনীতিতে বেশ সমৃদ্ধ। এছাড়া রয়েছে বিশাল শ্রমবাজার। দেশটির বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়, খনি শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশি ডাক্তার, ইঞ্জিনিয়াররা পর্যন্ত এখানে এসে সফলতার মুখ দেখেছেন।
ব্রুনাইয়ে বর্তমানে ২০ হাজার বাংলাদেশি রয়েছেন। দেশটিতে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসার বেশ সুনাম রয়েছে। সেখানে ব্যবসা করার জন্য এক সময় ১৮শ’ ডলার সিকিউরিটি মানি দেয়া হতো, তবে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে সেটি এখন ২৮৫ ডলারে নেমে এসেছে।
এদিকে সংবর্ধনায় দেয়া বক্তৃতায় শেখ হাসিনা জানান, অবকাঠামো নির্মাণ খাতসহ ব্রুনাইয়ের অর্থনীতিতে বাঙালিদের অনেক অবদান আছে।
প্রধানমন্ত্রী বলেন, ব্রুনাই এর রাস্তা থেকে শুরু করে সবচেয়ে বড় ভবনটির নির্মাণ ইতিহাস দেখলে, সেখানে কোনো না কোনো বাঙালি শ্রমিক কিংবা ইঞ্জিনিয়ারের খোঁজ পাওয়া যাবে। এটি সত্যিকার অর্থেই বাংলাদেশীদের জন্য অনেক গর্বের ও আনন্দের।
এ সময় ব্রুনাইয়ে শান্তি ও সহযোগিতা পরায়ণ হয়ে বসবাসের জন্য বাংলাদেশি প্রবাসীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে রোববার বন্দর সেরি বেগাওয়ান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।