
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল সঙ্গীয় ফোর্সসহ ২ এপ্রিল বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালিয়ে কোচাশহর ইউনিয়নের কোচাশহর বাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী মিঠু মন্ডল (৩৫) কে ২৮৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। এ সময় তার সংগে থাকা সহযোগীরা পালিয়ে যায়। সে ওই ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের মৃত মনতাজ মন্ডল এর পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৮৫ হাজার ৫ শত টাকা। এ বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।