
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ সামনে মহাসড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি নূর ইসলাম নূর,সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভিন ,জেলা পরিষদের সদস্য আফরোজী আক্তার তানিয়া,জয়িতা হিজরা ময়ূরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদা আক্তার,সাবেক ছাত্র নেতা জিয়াউল হক, যুব মহিলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা জুঁথি প্রমূখ।
বক্তারা ফেনী জেলার সোনাগাজী উপজেলার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা কান্ডের সাথে জরিত অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানান।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক,সুধী ও সচেতন নাগরিক সমাজ অংশ নেয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।