
ধুনট প্রতিনিধি: খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম. সানাউল মোস্তফা, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডাঃ আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ সালেহ, প্রধান সহকারী অশোক কুমার চাকী, সিএইচসিপি আবু সুফিয়ান ও স্টোর কিপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।