ইংল্যান্ড যাত্রায় বাধা পেল ভারতীয় ক্রিকেটাররা

S M Ashraful Azom
0
ইংল্যান্ড যাত্রায় বাধা পেল ভারতীয় ক্রিকেটাররা
সেবা ডেস্ক: লোকসানের মুখে পড়ে ইতিমধ্যে বন্ধ ভারতের জেট এয়ারওয়েজ। আর এতেই বিপাকে পড়েছে ইংল্যান্ডগামী ভারত ক্রিকেট দল। কারণ আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে জেট এয়ারওয়েজে করে উড়াল দেওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। সেভাবেই টিকিট কাটা ছিল।

আগামী মে মাসের ২২ তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট দলের দেশ ছাড়ার কথা ছিল। ইংল্যান্ড ভ্রমণের জন্য একটি ফ্লাইটের ৩০টি বিজনেস ক্লাস ক্যাটাগরির টিকেট কিনে রেখেছিল বিসিসিআই।

কিন্ত জেট এয়ারওয়েজ তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বেশ বড় ধরনের ঝামেলায় পড়েছে ভারতীয় বোর্ড। কেননা, নতুন করে কোনো ফ্লাইটের ৩০টি বিজনেস ক্লাসের টিকেট একসঙ্গে জোগাড় করা বেশ কষ্টকরই বটে। বিশ্বকাপের কারণে তো বটে, সাধারণ সময়েও ইংল্যান্ডদের টিকেট জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

বিকল্প হিসেবে এমিরেটস ও ভার্জিন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ৩০টি বিজনেস ক্লাসের টিকিটের ব্যবস্থা করা না গেলেও যেকোনো মূল্যে অন্তত ২৫টি টিকিটের ব্যবস্থা করতে মরিয়া বোর্ড।

শেষপর্যন্ত সেটিও সম্ভব না হলে হয়ত সাধারণ মানের আসনে বসে বিশ্বকাপে যাত্রা করতে হবে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ক্রিকেট দলটিকে।

বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে বিসিসিআই। গণমাধ্যমকে সংস্থাটির এক শীর্ষ কর্তা বলেন, ‘এটি আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আমাদের দল ২২ মে ইংল্যান্ড রওয়ানা হওয়ার কথা ছিল। সেটিই যেন হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা।’

আগামী ২৫ মে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতের, যার জন্য ২২ তারিখ ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে দলটির।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top