
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে আজ দুপুর ১২টার দিকে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়ায় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম।
কালিহাতীর থানার (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নিহতরা এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে যদুরপাড়ায় মোড়ে পৌঁছালে ইটের ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।