
সেবা ডেস্ক: বাঙালি জাতির জন্য নতুন বছর নতুন বার্তা বয়ে আনবে, বাঙালির জীবন হবে সমৃদ্ধ। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পহেলা বৈশাখ গণভবনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী জাতিকে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন,‘আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙ্গালী জাতি মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।
এর আগে বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদের সদস্যগণ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মুতিয়া তৌধুরী, সৈয়দা সাজেদা চৌধুরী, জাগাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, ফারুক খান, সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারন সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার সহ যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছেসেবকলীগের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।