
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জীবন যেমন ভরিয়ে তুলে সময়ের পরিবর্তনে সব কেড়েও নেয়। কবি বালক কিন্তু তার পরিস্থিতি হাড় ভাঙা বৃদ্ধের মতো। জীবন পরিক্রমায় একটা সময় আত্নীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না। তেমনি কবির বন্ধু সীমান্তকে হারানোর বেদনা বোধ করেছে কবি। এ নিয়ে কবির কোন অভিযোগ নেই। তার দুঃখও নেই।কারণ জীবন শেষ হবেই।কিন্তু কবির জানতে চায় তার হারিয়ে যাওয়া সব কিছু কোথায় আছে।কবি তারই উত্তর খোঁজে বেড়ায়।আর সে উত্তর না পেয়ে কবি তার একাকিত্বের জীবন থেকে বিষ পান করে ছুটি নিতে চেয়েছেন।
উপরে কবির হৃদিরাজ এর “জীবন বদলেছে” কবিতার সারমর্ম পড়লেন, নিচে কবিতা-
জীবন বদলেছে
- হৃদিরাজ
জীবন বদলেছে আবশ্যিক নিয়মে,
তবে কিছুটা আকস্মিক।
জীবন বদলেছে প্রতিনিয়ত,
এভাবে বদলাতে বদলাতে আজ আমি এক অপরিচিত জীবনপাড়ে।
এখানে সবকিছু ভীষণ রকম অচেনা লাগে
চেনা পথ-ঘাট,খোলা মাঠ,বিস্তীর্ণ অঞ্চল কিচ্ছু নেই,
চেনা মুখ নেই।
এখানে আমার কিচ্ছু নেই কিচ্ছু না।
জীবন বদলেছে
ছেলেবেলার দুষ্টুমি নেই,
দুরন্তর দৃষ্টি নেই,
দিগন্ত ছোঁয়া আকাশ নেই,
মেঘ নেই,বৃষ্টি নেই,
নদীনালা খালবিল কিচ্ছু নেই।
শুধু নেই আর নেই-এখানে আমার কিচ্ছুটি নেই।
চায়ের কাপে মাটির গন্ধ নেই,
আমার বন্ধু সীমান্ত নেই,
উড়ন্ত দুপুর কিংবা পড়ন্ত বিকেল
কিচ্ছু নেই।
আছে শুধু চারপাশে চার দেয়াল।
জীবন বদলেছে অবিরাম,অবিরত আমাকে একা করে দিয়ে,
জীবন বদলেছে বয়সের ছাপেও,
এখন আর আমার কিচ্ছু নেই।
জনতার মানচিত্রে আমাকে কোথাও খোঁজে পাওয়া যাবে না।
আমি পৃথিবীর ভেতর আরেক পৃথিবীতে বন্দী,হাড় ভাঙা এক প্রবীণ বালক।
নেই নেই নেই,আরে কিচ্ছু নেই এখানে,
ভোরের কুয়াশা নেই,
রাতের আকাশে উত্তল চাঁদ নেই।
গাছ নেই,স্নিগ্ধ মলয় নেই,
ঝিঁঝিঁপোকার ডাক নেই,
শেয়ালের হাঁক নেই,
কিচ্ছু নেই কিচ্ছু না।
এখন আমার কিচ্ছুটি নেই।
হাসি নেই,গাল ভরা ডাক "মা" নেই,
ভালোবাসার মানুষ নেই,
কেউ নেই....কেউ নেই।
আমার কোন কিছুর আশা নেই,
স্বপ্ন নেই,নিত্য নতুন কল্পনা নেই,
কবির খাতা এখন চকচকে সাদা,
সেখানে কোনো কবিতা নেই।
হারানো যা কিছু ফিরে পাওয়ার লোভ নেই।
সংসারের মায়া নেই,
প্রাণনাশের ভয় নেই,
দীর্ঘ দিন বেঁচে থাকার মিথ্যে প্রয়াস আমি করি না।
দুঃখ নেই,
না- না- না,আমার দুঃখ নেই,
অভিযোগ নেই, অভিশাপ নেই,
আমার কেবল একটি প্রশ্ন আছে,
আমার সবকিছু কোথায় লুকিয়ে রেখেছিস?
উত্তর দে! নয়লে আমায় এক শিশি বিষ দে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।