
জামালপুর সংবাদদাতা : জামালপুরের জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, মেলান্দহের খ্যতিমান হোমিও চিকিৎসক প্রয়াত হিমাংশু চন্দ্র পাড়ের স্মরণে নাগরিক শোকসভা ২৬ এপ্রিল সন্ধ্যায় উত্তরণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর আয়োজন করে। উত্তরণের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম এহছানুল হক মঞ্জু, জেলা সিবিপির সভাপতি মুজাহারুল হক, ড. মোহাম্মদ হায়দার, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, প্রবীণ সাংবাদিক উৎপলকান্তি ধর, গণমুক্তিআন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য শিবলুল বারী রাজু চেয়ারম্যান, প্রভাষক আশরাফ হোসেন লিচু, এডভোকেট বজলুর রহমান, নাট্যকর্মী আব্দুল্লাহ মোল্লা, শহিদ সমর থিয়েটারের সভাপতি আবুল মুনসুর খান দুলাল, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি-প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন-জেলা ন্যাপ’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আহম্মেদ শাহজাহান।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।