ধুনটে প্রতিবন্ধী প্রিয়া রানীর ভরসা মায়ের কোল

S M Ashraful Azom
0
ধুনটে প্রতিবন্ধী প্রিয়া রানীর ভরসা মায়ের কোল
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: প্রিয়া রানীর জন্মই যেন আজন্ম পাপ। জন্ম স্বাভাবিক হলেও, তিন মাস বয়সে অজানা রোগে হয়েছে শারীরিক, মানসিক ও শ্রবন প্রতিবন্ধী। যে বয়সে তার হই-হুল্লোড়ে মেতে থাকার কথা। বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা। কিন্তু শারীরিক অক্ষমতার কারনে প্রিয়ার কোনো আশাই পূরণ হয়নি।

প্রিয়া রানী বগুড়ার ধুনট উপজেলার পিরহাটি গ্রামের বাসিন্দা। তার বাবা অতোশ কুমার সাহা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী। ভাই বোনের মধ্যে প্রিয়া বড়। মা আশা রানী সারা দিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন। সহায় সম্বল বলতে ৪ শতক বসতভিটা। বাবার সামান্য আয় দিয়েই চলে চার জনের সংসার। এত কষ্টের মাঝেও প্রিয়ার ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা। 

শনিবার সরেজমিন প্রিয়া রানীকে দেখে তার কষ্টটা বোঝা যায়। প্রিয়া দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। সারা দিন ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকতে তার খুব কষ্ট হয়। মা তাকে নাওয়া-খাওয়া করান। চলাচলের একমাত্র ভরসা মায়ের কোল। তার জন্য দরকার একটু সহযোগীতা। একটু সহমর্মিতা। প্রয়োজন একটি হুইল চেয়ার।

মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি। প্রিয়ার জন্য প্রতিবন্ধী ভাতা প্রয়োজন। তাকে সহায়তায় সরকার কিংবা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানিয়েছেন স্থানীয়রা।  প্রিয়া  সহায়তা পেলে আর দশজন মানুষের মত স্বাভাবিক জীবন না পেলেও, হয়তো সংসারের অভাব কিছুটা দুর হতো। এমন প্রত্যাশায় দিন কাটছে পরিবারটির।

প্রিয়ার মা আশা রানী জানান, অন্যরকম এক জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তিন মাস বয়সে প্রিয়ার জ্বর হয়। টাকার অভাবে ভাল চিকিৎসা করাতে পারেনি। বিয়ের সময় মা-বাবার দেওয়া সোনার গহনা ও গবাদিপশু বেচে মেয়ের চিকিৎসায় ব্যয় করেছে। কিন্ত তাকে প্রতিবন্ধকতার থাবা থেকে রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমানের প্রিয়ার বয়স ১৫ বছর। সেই আতুর ঘর থেকে মেয়ের সব কাজ তাকেই করতে হয়। কিন্তু এখন তার আর শরীরে কুলায় না।

প্রিয়ার বাবা অতোশ কুমার সাহা জানান, অভাবের সংসারে মেয়ের জন্য বাড়তি কিছু করাটা কঠিন। তারপরও চেষ্টা করেন। কিন্তু টাকার অভাবে মেয়েকে এখনো একটা হুইল চেয়ার কিনে দিতে পারেননি। তারপর রয়েছে হাজারো সমস্যা ও সংকট।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, প্রিয়া রানীর পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য কোন আবেদন করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে প্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top