
রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালক নুরুজ্জামান। (৩০) ক্যান্সারকে পরাজিত করে বাঁচতে চায়। তিনি আট মাস যাবৎ এ মরণব্যাধিতে ভুগছেন । দারিদ্র পরিবারে বেড়ে উঠা বচন সম্প্রতি ঢাকার মহাখালী সেন্ট্রাল হসপিটালে বেশ কিছুদিন চিকিৎসা নেন।
পরে অর্থের অভাবে সে তার নিজ বাড়িতে ফিরে আসেন। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাড়া মুন্সী বাড়ির মোহাম্মদ গোলাম রহমানের পুত্র। স্ত্রী ফাতেমা ও ছেলে-মেয়ে দু'জনের জন্য বেঁচে থাকার আকুতি জানিয়েছেন অর্থশালী সমাজপতি আর স্বজনদের কাছে। সবার সহযোগিতা পেলে সুচিকিৎসায় তিনি সেরে উঠবেন এমন প্রত্যাশা তার। স্ত্রী ফাতেমার আকুতি, স্বামীর বাম গালে ক্যান্সার নামের মরণব্যাধি বাসা বেঁধেছে। এই পর্যন্ত ধারদেনা করে অনেক টাকা খরচ করে চিকিৎসা করে উন্নতির দেখা পাননি। বরং তার শরীরের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। ঢাকা মহাখালী সেন্ট্রাল হসপিটালের কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন তাকে ২৯ টি থেরাপি দিতে হবে।
এছাড়া থেরাপি গুলো দিতে অনেক টাকার প্রয়োজন। আমি প্রয়োজনী টাকার ব্যবস্থা করতে না পেরে স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসি। আমার স্বামী অন্যোর সিএনজি ভাড়ায় চালাতো । আমার সম্পদ বলতে শুধুই দুটি বাচ্চা আর স্বামী। ওর কিছু হলে আমি সন্তানদের নিয়ে কিভাবে বাঁচবো। আপনারা দয়া করে আমার স্বামীকে বাঁচান। আপনাদের সাহায্যেই হতে পারে আমার স্বামীর সুচিকিৎসা। আমি ফিরে পাবো আমার স্বামীকে সন্তানেরা পাবে তাদের বাবাকে। আমার স্বামীর বাঁচার মাধ্যমে আমাদের বাঁচার সুযোগ করাতে এখন প্রয়োজন সবার সাহায্য।
এগিয়ে আসুন যত দানবীর, প্রতিষ্ঠিত সসমাজপতিরা। আপনাদের অার্থিক সহযোগিতায় হয়তো আবার ফিরবে আমাদের মাঝে নুরুজ্জামান।
কেউ চাইলে সহযোগিতার হাত বাড়াতে তার স্ত্রীর সাথে কথা বলুন এই নাম্বারে- ০১৮৩৯৫৫০২৫২।সহযোগিতায় বিকাশ (এজেন্ট) নাম্বার-০১৮৪৭১১৫৪৯৯
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।