
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ৮৪লক্ষ টাকা ব্যায়ে ২৩৭ পরিবারে বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
সোমবার বিকালে গাইবান্ধা ইউনিয়নের নতুন শাহপাড়া মসজিদ মাঠে এক আলোচনা সভায় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক সর্দাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,পল্লী বিদ্যুৎ ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শিফাজ উদ্দিন মল্লিক,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,ও বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল,যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক আল আমিন,গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যনের মধ্যে যুবনেতা পলাশ মিয়া, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।