
সেবা ডেস্ক: বায়োপিক বা গল্প নির্ভর সিনেমা, ভারতের মধুর ভান্ডারকর এমন একজন পরিচালক যিনি বরাবরই সত্যিকারের ঘটনাকে ফ্রেমবন্দি করে ছবি করতে পছন্দ করেন।
প্রিয়াঙ্কা চোপড়া-কঙ্গনা রানাউত অভিনীত ফ্যাশন হোক, কিংবা করিনা কাপুর অভিনীত হিরোইন, সবেতেই ছিল বাস্তবের ছোঁয়া।
বলিউড সূত্রে খবর, মধুর ভান্ডারকর ইন্দু সরকার করার পর বেশ অনেকটা সময় পর ফের ফিরতে চলেছেন পরিচালনায়। আর এবার একেবারে অন্য ধরনের বিষয় নিয়েই পরিচালনা করতে চলেছেন তিনি। বাস্তবের ছোঁয়ায় বলিউডের তারকা-পত্নীদের জীবন নিয়েই এবার গল্প বলতে চলেছেন মধুর। শোনা যাচ্ছে, শাহরুখের স্ত্রী গৌরী, শাহিদের স্ত্রী মীরা রাজপুত, হৃত্বিকের প্রাক্তন সুজান ও অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কলের জীবন হবে ছবির বিষয়।
বলিউড সূত্রে খবর, স্ক্রিপ্ট লেখার কাজও ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন মধুর। ছবির নাম নাকি হতে পারে 'বলিউড ওয়াইভস'।
অন্যদিকে, এও শোনা যাচ্ছে যে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি করতে পারেন মধুর। ইনস্পেকটর গালিব হতে পারে ছবির নাম। বালি মাফিয়াদের উপর নাকি হতে চলেছে এই ছবি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।