
সেবা ডেস্ক: ২২ এপ্রিল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরী ফিল্ড এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাবেদ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে ডবলমুরিং থানার ওসি সুদিপ দাশ আহত হয়েছেন।
নিহত জাবেদ সে নগরীর পাহাড়তলী বাজারে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল গণপিটুনী দিয়ে হত্যা মামলার প্রধান আসামি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদিপ কুমার দাস বলেন- গোপন খবরের ভিক্তিতে ছাত্রলীগ নেতা সোহেল হত্যার প্রধান আসামি জাবেদকে আটক করতে জাম্বুরী মাঠের পাশে গেলে তার সহযোগীরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষর্থে পুলিশ পাল্টা গুলি চালালে জাবেদ নিহত হয়। বন্ধুকযুদ্ধে তার পায়ে গুলি লেগেছে বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ অস্ত্র এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।