
সেবা ডেস্ক: ১৪ এপ্রিল রোববার রাতে টাংগাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপায় পৃষ্ট হয়ে এক পাগলির (৪৫) মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘাটাইলের পাকুটিয়া বাসষ্টেশনের কাছে ফুলহারা (খনিরচড়া) নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে স্থানীয় লোকজন ঘাটাইল থানায় বার বার যোগাযোগ করলেও কোন সাড়া না পেয়ে পুলিশ হেডকোয়াটার এর ৯৯৯ নাম্বারে যোগাযোগ করা হলে তার মৃত্যুর পরের দিন আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল নয়টায় থানা থেকে পুলিশ এসে রাস্তা থেকে পাগলির থেতলে যাওয়া মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত পাগলিটার নাম মিনুতি রানী বলে স্থানীয় একজন দোকানদার জানান। দীর্ঘদিন ধরে সে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরের বাড়ান্দায় থাকত। পাগলিটা বেশ কিছু দিন ধরে পাকুটিয়া ও পোড়াবাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ঘুরাঘুরি করতো।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো. শাহিন মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় মাথা পুরোপুরি থেঁতলে গেছে। বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য লাশ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।