
সেবা ডেস্ক: কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারের সালওয়া ২ এ ১৪০ তম আইপিইউ এর টেকসই উন্নয়ন, অর্থায়ন ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ‘এসডিজি অর্জনে অবাধ ও সুষ্ঠু ব্যবসা এবং বিনিয়োগের ভূমিকা’ বিষয়ক আলোচনা সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈষম্য হ্রাস ও দারিদ্র্য বিমেচোনের মাধ্যমে এসডিজির সাফল্যে পৌঁছানো সম্ভব।
ইনোভেটিভ ফিনেসিংয়ের ক্ষেত্রে সঠিক বাণিজ্য নীতি ও নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসার প্রসার ঘটায়। এতে এসডিজির অর্জনকে সহজ করে তুলবে।
স্পিকার বলেন, রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার। পার্লামেন্টকে অবশ্যই রিসোর্স মবিলাইজেশন ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদক ও উদ্যোক্তারা সর্বাধিকভাবে উপকৃত হবেন।
তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনোভেশন, ফেয়ার ট্রেড পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে নারী ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা গুরুত্বপূর্ণ।
স্পিকার বলেন, ডিমান্ড সাপ্লাই চেইন, রিপ্রোডাকশন ও ফেয়ার ট্রেড প্রিন্সিপালকে ঢেলে সাজাতে হবে। আর, এর মাধ্যমে এসডিজি অর্জন সহজ হবে। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি অংশ নেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।