
গাইবান্ধা জেলা প্রতিনিধি : র্যাবের বিশেষ অভিযানে ফুলছড়ি উপজেলার হরিপুর বটতলা শান্তির মোড় থেকে রোববার রাতে ইয়াবাসহ দুজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার ৭৬৫ টাকা পাওয়া গেছে।
র্যাব জানায়, ইয়াবা ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই উপজেলার চন্দিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ি ও মাদক চক্রের মূলহোতা সোলায়মান সরকার (৪৬) ও একই উপজেলার উত্তর বুড়াইল উচারভিটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজা মিয়া (৩০)।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।