
মধুপুর প্রতিনিধি: গতকাল সোমবার রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মিজানুর রহমান মিজান (১৭)। সে মধুপুর উপজেলার আশুরা গ্রামের আবদুল করিমের ছেলে।
র্যাব এর পক্ষ হতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার (৮এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ শফিকুর রহমান, এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আশুরা গ্রামের আব্দুল করিমের বাড়ীতে অভিযান পরিচালনা করে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মিজানুর রহমান মিজান (১৭) কে গ্রেফতার করা হয়।
সে মধুপুর উপজেলার আশুরা গ্রামের আবদুল করিমের ছেলে। এ সময় তার হেফাজত হতে ২টি মোবাইল ফোন, ২টি মোবাইল সিম, ফেসবুক মেসেঞ্জারের কথোপকথোন ও ভূয়া প্রশ্নপত্রের দশটি স্ক্রীন শর্ট জব্দ করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার ব্যবহৃত মোবাইল ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ছদ্ম নাম দিয়ে পেইজ খুলে যাহা- MD ASHRAFUL ISLAM এবং তার ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে তার ফেইসবুক মেসেঞ্জার ফ্রেন্ড ALL EXAM Question out, PSC JSC SSC HSC AND BCS ALSO JOB QUESTION SELL BD, Md noyon sheikh, Md Rocky, Amir Nice, Md Niloy, হাবিবুর রহমান জয়, রিয়া আক্তার, পাভিয়া আক্তার পারভীগণদের চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দিবে মর্মে কথোপকথোন করে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।