
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০১৮-২০১৯ অর্থ বছরের রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে স্থাপিত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুুপুরে মেরুরচর ইউনিয়নের কলকিহারা বøকের ঘুঘরাকান্দি গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. হযরত আলী।
স্থানীয় কৃষক শাহ সুলতানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।