
জামালপুর সংবাদদাতা: শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন।
আজ দুপুরে শেরপুর-জামালপুরের পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ওই সেতুতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর প্রায় ৩০মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে রাস্তা চলাচল স্বাভাবিক হয়।
‘চালক-শ্রমিক ও মালিকদের দাবী, সেতুটির ইজারাদার মীর ট্রেডার্স ইজারা শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন ধরে এই সেতুতে অন্যায়ভাবে প্রতিটি গাড়ী থেকে নির্দিষ্ট পরিমানের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এর প্রতিবাদ করতে গেলে টোল প্লাজার লোকজন চালক ও শ্রমিকদের লাঞ্চিত ও মারধর করে।
এই ব্যপারে প্রশাসনের কাছে বিভিন্ন সময় সহযোগিতা চেয়ে কোন প্রতিকার না পাওয়ায় আজ বেলা ১২টায় সেতুতে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।