
সেবা ডেস্ক: সিলেটের সুনামগঞ্জে ‘জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৪৪ পরিবার পেয়েছে নতুন ঘর।
২৪ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবারগুলোর কাছে আধাপাকা নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ। হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী পরিবার ও সাংবাদিকরা।
ইউএনও’কে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সুনামগঞ্জ সদরের ১৪৪টি ঘর নির্মাণ করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।