
জামালপুর প্রতিনিধি: জামালপুরে দেওয়ানগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনিদ্রিষ্ট কারন দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির কথা চিন্তা করবে সরকার ।
তিনি আরও বলেন , কেউ আইনের উদ্ধে নয়,সেই সাথে পুলিশ বাহীনির কোন লোক দূর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে নৌ থানার শুভ উদ্ভোধন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ,ফরিদুল হক খান দুলাল,মোজাফফর হোসেন ,হোসনে আরা,অতিরিক্ত আইজি মুখলেছুর রহমান সহ আরো অনেকে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা হাই স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।