
টাঙ্গাইল প্রতিনিধি: গতকাল ৫ এপ্রিল শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর স্কুল মাঠে আলহাজ এসএম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ এর ফাইনাল ফুটবল খেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে গণতন্ত্র ও জনগনের শাসন কায়েম হয়েছে। জনগনকে নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। যেদিন জনগন আমাদের থেকে মুখ সরিয়ে নিবে সেদিন আমরাও ক্ষমতায় থাকবো না।
মন্ত্রী বলেন, দেশে অবশ্যই গণতন্ত্র আছে এবং বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। যারা বলছে দেশে এক দলীয় শাসন চলছে, তারা একথা কিভাবে বলছে। যে দেশে মিডিয়ার অবাধ তথ্য প্রবাহ বয়ে যাচ্ছে। সে দেশে এক দলীয় শাসন কিভাবে হয়। কাজেই এটা মিথ্যাচার এবং অপবাদ।
কৃষিমন্ত্রী বলেন, তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা ২০০৬ সালে নিজেদের কবর খুড়েছিল। তাদের অপশাসন, দুশাসনে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান নুরুল আলম রেজভী, নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক ও টূর্নামেন্টের আয়োজক গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের সভাপতি এসএম শোয়েব হোসেন নোবেল, চিত্র নায়ক আমিন খান প্রমুখ।
টাঙ্গাইল গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের আয়োজনে এবং ওয়ালটনের সৌজন্যে আলহাজ্ব এসএম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পিচুরিয়া যুবসংঘ ও টাঙ্গাইল ফুটবল একাডেমী দল। খেলায় পিচুরিয়া যুবসংঘ ট্রাইবেকারে ৬-৫ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন কৃষি মন্ত্রী।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।