
সেবা ডেস্ক: লেবাননে ১০ কেজি ইয়াবাসহ এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পাচারের সময় দেশটির বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েন তিনি। আটক সৌদি নাগরিকের নাম এইচ আল রুওয়ালি।
লেবাননের সংবাদ মাধ্যম আলমার্সড নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজধানী বৈরুতে রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাস্টমসে ওই সৌদি নাগরিকের কাছে ১০ কেজি ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, 'বিমানবন্দর নিরাপত্তা বাহিনী ও সেনা গোয়েন্দা সংস্থার সদস্যরা সৌদি নাগরিক এইচ আল রুওয়ালিকে গ্রেপ্তার করে। ১০ কেজি ইয়াবাসহ বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।