
সেবা ডেস্ক: ‘বাবা মা লেখা পড়ার খরচই দিতে পাওে না, আবার গাড়ী ভাড়ার টাকা দিতে কেমনে? ভাড়া না কমালে তিন-চার মাইল রাস্তা হেটে যাওয়ার ছাড়া উপায় নাই।’ একটু কষ্ট নিয়েই গতকাল সোমবার সকালে কথা গুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিক্ষার্থী কাওসার আহম্মেদ। শুধু কাওসার নয়, তার মত থাকা এই উপজেলায় শিক্ষার্থীদের এখনও অর্থাভাবে লেখাপড়ার জন্য সংগ্রম করতে হয়। তাই ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়া দ্বিগুণ করায় বিপাকে পড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
নালিতাবাড়ী পৌরশহর থেকে তিনানী বাজার পর্যন্ত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টাকা থেকে দুপুর ১টা পর্যন্ত নলজুড়া বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে অবরোধ পালন করে। এসময় শিক্ষার্থীরা পোষ্টার হাতে নিয়ে ভাড়া কমাতে বিভিন্ন শ্লোগান দেয়।
কয়েকজন শিক্ষার্থী সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহর থেকে ঝিনাইগাতি উপজেলা তিনানী বাজার পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিক্সার মাধ্যমে শিক্ষার্থীরা চলাচল করে। এই সড়ক দিয়ে নলজুড়া ইন্তাজ আলী, মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়,মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়,তিনানী আর্দশ কলেজসহ ৫/৬ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াত করে। পূর্বে নলজুড়া থেকে তিনানি বাজার পর্যন্ত দুই তিন কিলোমিটার দুরত্বেও জন্য ৫ টাকা কওে ভাড়া নেওয়া হতো। হঠাৎ কোন কারণ ছাড়াই তা ১০ টাকা করে ফেলে অটো রিক্সার চালকরা। শুধু তাই নয়, নালিতাবাড়ী শহর থেকে তিনানী বাজার পর্যন্ত ২০ টাকা ভাড়া থাকলেও এখন নেওয়া হচ্ছে ৩০ টাকা করে। এতে বিপাকে পড়ে অর্থনৈতিক দিক থেকে পড়ে ছাড়া এ জনপদের শিক্ষার্থীরা। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বলে কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী জানায়।
নলজুড়া এলাকার আমির হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ৫ টাকা থেকে ভাড়া ১০ টাকা করাটা সবাই কাছে সামান্য বিষয় মনে হতে পারে। কিন্তু আমাদেও কাছে এটা অনেক বড় সমস্যা। কারণ আমাদেও বাবা মা লেখা পড়ার জন্যই ঠিক মতো টাকা দিতে পাতে পারেন না। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে এই প্রতিদিন এই ভাড়া দেই।
তিনানি বাজারের আমির হোসেন নামে এক যাত্রী বলেন, নালিতাবাড়ী থেকে তিনানী ভাড়া ২০ টাকা ছিল। এখন সেটা অযৌক্তি ভাবে ৩০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করছে। আমরাও এর সমর্থন দেই।
নলজুড়া বাজারের মুদিদোকানি একলাস হোসেন জানান,সকাল থেকে ভাড়া বৃদ্ধিও জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নলজুড়া বাজাওে একত্রিত হয়। পরে ভাড়া কমাতে তারা দুই ঘন্টা সড়ক অবরোধ কওে রাখে। এসময় গাছের গুড়ি দিয়ে সড়কে বেরিকেট দেওয়া হয়।
পৌরশহরের অটোবাইক শ্রমিক কল্যান সমিতির সভাপতি মেহেদি হাসান বলেন,ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছে। ভাড়া যা আছে তাই থাকবে। তবে শিক্ষার্থীদের বেলায় হাফ
ভাড়া নেওয়া হবে।
রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহম্মেদ বলেন, শিক্ষার্থীদেও দাবীর প্রেক্ষিতে অটোবাইক সমিতি ও শিক্ষার্থীদেও সমন্বয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। নিধারিত ভাড়া ঠিক থাকবে শুধু শিক্ষার্থীদের কাছ থেকে অধ্যেক ভাড়া নেওয়া হবে। পওে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তোলে নেয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।