
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান শাহনেওয়াজ নোমান ৩৯ তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাকে বকশীগঞ্জের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি খেওয়ারচর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন শাহনেওয়াজ নোমান। বর্তমানে বকশীগঞ্জ পৌর শহরের পশ্চিমপাড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। বাল্যকাল থেকেই নোমান ছিলো অত্যান্ত ভদ্র,বিনয়ী ও মেধাবী। তার বাবা মোতালেব আকন্দ একজন ব্যাংক কর্মকর্তা আর মা মোছাঃ নাহার বেগম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন নোমান । ৩৯ তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি। নোমানের জন্য শুভ কামনা রইলো।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।