
সেবা ডেস্ক: আসছে ঈদুল ফিতরের সম্ভাব্য মুক্তির ছবির তালিকায় রয়েছে ঢালিউডের শাকিব খান ও ববি হক অভিনীত ছবি ‘নোলক’। ছবিটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে অন্তর্জালে প্রকাশ হলো ৫২ সেকেন্ডের টিজার। যেখানে নায়িকার ভিন্নধর্মী উপস্থিতি সহ অ্যাকশন আর রোমান্সের আভাস মিলেছে।
ববস্টার নামের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে ছবিটি নিয়ে। কয়েকদিন আগে ছবিটি ছাড়পত্র পেলেও ২ মে, বৃহস্পতিবার দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন ছবির প্রযোজক ও নির্মাতা সাকিব সনেট।
ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। শুরুতে এর পরিচালক ছিলেন রাশেদ রাহা। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। বন্ধ হয়ে যায় ছবির কাজ। দুজনই পাল্টাপাল্টি বিবৃতি দেন।
বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। পরবর্তীতে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয় প্রযোজকের উদ্যোগে।
এ ছবিতে শাকিব- ববি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।