ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টা, নারীসহ গ্রেফতার ৪

S M Ashraful Azom
0
ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের চেষ্টা, নারীসহ গ্রেফতার ৪
সেবা ডেস্ক: ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে জড়িত নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) পর্যন্ত নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার চারজন হলেন, মো. নাসির উদ্দিন (৩৫), প্রদীপ দাশ (৩৫), হাসিনা আক্তার প্রকাশ মুক্তা (৪৫) ও ছালেহা আক্তার (৪০)।

এদের মধ্যে বিকাশ এজেন্টের কাছে মুক্তিপণের টাকা আনতে গেলে হাসিনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অপর তিনজনকে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) আবদুর রবসহ একটি টিম এ অভিযান পরিচালনা করে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, আছাদগঞ্জের ব্যবসায়ী আলতাফ হোসেনকে কৌশলে আটকে তার পরিবারের ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এ প্রতারক চক্রের সদস্যরা। পরে আলতাফের পরিবার থানায় এসে অভিযোগ করে। বিকাশে টাকা পাঠানোর জন্য নম্বর নিয়ে পরে তাদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়ে হাসিনা আক্তারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে অন্য তিনজনকে গ্রেফতার করা হয় এবং আলতাফকে উদ্ধার করা হয়।

এ চক্রের সদস্যরা ব্যবসায়ীদের টার্গেট করে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের ফাঁদে ফেলে। পরে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে এসে অশ্লীল ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করে। যোগ করেন ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন জানান, এ চক্রের সদস্যরা নগরে অন্তত ৫০ ব্যক্তিকে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করেছে। ফাঁদে পড়া ব্যক্তিরা মান-সম্মান হারানোর ভয়ে কাউকে জানান না। প্রত্যেকটি অপহরণের ঘটনা ঘটিয়ে এ চক্রের সদস্যরা বাসা পরিবর্তন করে থাকে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top