
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার চর গাছাবাড়ি এলাকায় ফজলুর হক (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দূর্বত্তরা। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) বেলা পৌণে ১১টার দিকে সয়দাবাদ ইউয়িনের চর গাছাবাড়ি যমুনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক ফজলুর হক বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী গ্রামের মৃত সহিদ আলীর ছেলে।
সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সোমবার সকালে যমুনা নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।