বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

S M Ashraful Azom
0
বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার- এর ১০৯ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সন্ত্রাসী তকমা মুছতে চাইলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন।

তিনি বলেন, জনবিচ্ছিন্নতার আরেকটি বড় কারণ হচ্ছে; বিএনপির কোনো আদর্শ নেই, দলের নেতাদের মধ্যেও কোনো আদর্শ নেই। তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে।

২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ২০ দলীয় জোটের আন্দালিব রহমান পার্থ ঘোষণা দিয়েছেন; তিনি আর ২০ দলীয় জোটে থাকবেন না। ভবিষ্যতে এমন আরো অনেককেই দেখতে পাবো, কিন্তু আমরা চাই না বিএনপির এ অবস্থা হোক।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যরিষ্টার জাকিরের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top