
সেবা ডেস্ক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টিই নয়, দেশের রাজনীতিতে সৃষ্টি হবে বড় শূন্যতা। তারপরও নবীন ও প্রবীণের সমন্বয়ে জাতীয় পার্টি হবে আরো শক্তিশালী। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাবে জাপা।
বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে পার্টি ধরে রাখবো। পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাতে হবে।
এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাপা নেতা ঝোটন দত্তসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।