
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর সরকারি খাদ্য গুদামে বোরো আমন চাল ও ধান সংগ্রহ অভিযান আজ বুধবার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেন। এই কার্যক্রমেই জেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
এ উপলক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে খাদ্য ক্রয় কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার হাসান আলী, দামোদোরপুর ইউপির চেয়ারম্যান এজেটএম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান এটিএম রেজয়ানুল ইসলাম বাবু প্রমুখ।
চলতি মৌসুমে সাদুল্যাপুর সরকারি খাদ্য গুদামে সিদ্ধ চাল ২২৯৭.৯০১ মে. টন ও আতপ ৩৬৫ মেট্রিক টন ও ধান ৩২৩ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।