রেজাল্ট সিটের সাথে প্রথম ৫ জন পাচ্ছেন নিম গাছের চারা

S M Ashraful Azom
0
রেজাল্ট সিটের সাথে প্রথম ৫ জন পাচ্ছেন নিম গাছের চারা
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায়  গ্রীনভ্যালী পাবিলিক স্কুলের পক্ষ থেকে  শিক্ষার্থীদের  লেখাপড়ার মান উন্নয়নের লক্ষে  ত্রিমাসিক পরিক্ষায়  ১ থেকে ৫ম স্থান অধিকারীদের রেজাল্ট সিটে সাথে দেয়া হয় পরিবেশ বান্ধব নিম গাছের চারা ।

১৫ মে বুধবার দুপুরে স্থানীয় গ্রীনভ্যালী পাবিলিক স্কুল ক্যাম্পাসে অয়োজিত অনুষ্টানে  শিশু শ্রেনী  হতে ৯ম শ্রেণীর  শিক্ষার্থীদের মধ্যে প্রথম ৫ জনকে  মোট ৬৫ জন শিক্ষার্থীর মাঝে এই ঔষধি বৃক্ষ নিমের চাড়া দেয়া হয় ।
The first 5 people with Result Seats are getting neem tree seedlings
এ সময় উপস্থিত ছিলেন গ্রীনভ্যালী পাবিলিক স্কুলের অধ্যক্ষ ও পরিচালক মাহফুজুল হাসান রয়েল উপাধ্যক্ষ তানসিনূর নাহার পরিক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান সহকারী শিক্ষক আতিয়ার রহমান আমিনুল ইসলাম, মাহফুজার রহমান মুকুল, শ্যামল কুমার সরকার এটিএম কামরুজ্জামান, সামাদুল আজাদ ও কলিম উদ্দিন ।

গ্রীনভ্যালী পাবিলিক স্কুলের পরিচালক মাহফুজুল হাসান রয়েল জানান, সকল শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায়  নিম গাছের প্রয়োজনীতা বৃদ্ধির জন্য আগামীতে প্রতি তিন মাস পর পর মান উন্নয়ন পরিক্ষার মাধ্যমে প্রথম ৫ জনের মাঝে নিম গাছের চাড়া বিতরন অব্যহত থাকবে । যাতে সামাজিক বনায়নে শিক্ষার্থীদের চাহিদা বেড়ে যায় । যাতে শিক্ষার্থীরা নিজেদের  প্রতিভা বিকাশের মাধ্যমে স্কুলের পক্ষ থেকে নিম গাছ পেয়ে বাংলাদেশের জয়বায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়  অগ্রনী ভুমিকা করতে উৎসাহ পায় সে লক্ষে আমরা আরো ভাল কিছু কাজ করবো ।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top