
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ২৫ দিনে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত থেকে চারজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা প্রত্যেকেই ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ কর্তৃক ধৃত হয়।
ধৃত বাংলাদেশীদের ফেরত দেওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এদের মধ্যে একজনকেই ফেরত দেয়নি বিএসএফ।
গত ২৫ দিনে অর্থাৎ চলতি বছরের মে মাসেই বিএসএফ কর্তৃক ধৃত চার বাংলাদেশীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালবস্তি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে রুবেল আহম্মেদ (২৪), ৫ই মে ধৃত হয়েছেন ওই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামের আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল (৩২), ১৬ই মে রতœাই যুগীবস্তী গ্রামের হানিফ (৩০) এবং ২২শে মে চোষপাড়া সীমান্ত থেকে চড়ইগেদী বেউরঝারী গ্রামের নিজামের ছেলে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার (৩৩)। আটককৃতরা বর্তমানে ভারতের কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন বলে সংশ্লিষ্টরা সুত্রে জানাযায়।
এদের মধ্যে রুবেল আহম্মেদকে গত বৃহস্পতিবার ৩০ মে ভোরে ধরে নিয়ে যায় বিএসএফ। সে রতœাই সীমান্তের ৩৮২/৪ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতের ১৭১ নম্বর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল এসএম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, রুবেল সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের ১৭১ নম্বর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এছাড়াও মে মাসেই আটককৃত অন্য বাংলাদেশীদের দেশে ফেরত দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করবো সে পতাকা বৈঠকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।