কনস্টেবলকে চাপা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার আটক

S M Ashraful Azom
0
কনস্টেবলকে চাপা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার আটক
সেবা ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় ডুবে যাওয়া বাসের ২০ যাত্রীকে জীবিত উদ্ধারকারী সেই কনস্টেবল পারভেজেকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে আটক কর হায়েছে চালক জাহিদুল ইসলাম (২৩) ও চালকের সহকারী ইয়াসিনউল্লাহ মামুনকে (২৪)।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন খান বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, পারভেজকে চাপা দেওয়ার সময় ন্যাশনাল ক্যারিয়ার কোম্পানির কাভার্ডভ্যান চালকের সহকারী ইয়াসিনউল্লাহ মামুন গাড়িটি চালাচ্ছিলেন। চালক জাহিদুল চালকের পাশের আসনে ঘুমাচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানেতে পেরেছেন।

জানা গেছে, এ ঘটনায় পারভেজের বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করবেন।

এর আগে গত ২৭ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদীতে হাইওয়ে পুলিশের সিসিটিভি নিয়ন্ত্রণ সেন্টারের পাশেই ডিউটি করছিলেন পারভেজ। ইফতারের কিছুক্ষণ আগে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়লে ভ্যানের চাকা তার ডান পায়ের ওপর উঠিয়ে দেওয়া হয়। এরপর ভ্যানটি পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাতে তাকে ঢাকায় পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও ওই রাতেই পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

পারভেজের ছোট ভাই মহিউদ্দিন মিয়া জানান, তার ভাইয়ের ডান পা একেবারে থেঁতলে গিয়েছিল। বাঁ হাতের হাড়ও ভেঙে গেছে। পঙ্গু হাসপাতালে সাত ব্যাগ রক্ত দেওয়া হলেও উন্নতি হচ্ছিল না। একপর্যায়ে চিকিৎসকরা তার ভাইয়ের প্রাণ বাঁচাতে ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার দিনভর অপারেশন করে বিকেলে তার থেঁতলানো পা বিচ্ছিন্ন করেন চিকিৎসকরা। অপারেশন থিয়েটার থেকে বের করে সন্ধ্যায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, ২০১৭ সালে ৭ জুলাই দাউদকান্দিতে ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করে পারভেজ মিয়া পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পেয়েছিলেন। এ ছাড়া আইজিপির পক্ষ থেকে তাকে নগদ টাকা ও মোটরসাইকেল দেওয়া হয়। এই কনস্টেবল দুর্ঘটনায় পড়ার পরও পুলিশ বিভাগ তার পাশে রয়েছে।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে মতলবগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে নোংরা পানিতে যাত্রীদের কেউ উদ্ধার করতে নামেননি। এ সময় এগিয়ে গিয়েছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া। ইউনিফর্ম পরেই পানিতে নেমে পড়েন তিনি। জানালা ভেঙে, নোংরা পানিতে ডুব দিয়ে একে একে ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করেন তিনি। দুই বছর আগে বীরত্বপূর্ণ এমন কাজ করা সেই কনস্টেবলই সড়ক দুর্ঘটনায় এবার নিজের পা হারালেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top