খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছিল: তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছিল তথ্যমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছে। এখন তা সেরে গেছে।

৩০ মে, বৃহস্পতিবার ঢাকা লেডিস ক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন

রমজানে নিত্যপণ্যের দাম সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, সরকার ও ব্যবসায়ীদের মাঝে সমন্বয়ের কারণে রমজানে পণ্যের দাম বাড়েনি। মানুষ স্বস্তিতে সিয়াম সাধনার মাস পালন করছে।

ধানের দাম সম্পর্কে তিনি বলেন দেশে উৎপাদনের কারণে ধানের দাম কম ছিল সরকার তার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ধানের দাম বৃদ্ধি করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে আগুন লাগিয়ে ধান পুড়ে ফেলছে। সরকার এ বছর ১০ থেকে ২০ লক্ষ টন চাল বিদেশে আমদানি করবে।

এই সরকারের আমলে সঠিকভাবে বীজ কীটনাশক দিয়েছে বলে ভালো ফলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি'র আমলে ১৮ জন কৃষককে মেরে ফেলেছে মানুষ বেশি ভাত খায় বলে দাবি করেছে তৎকালীন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top